হাফেয মোহ্ম্মাদ আব্দুল জলিল। আক্বিদা বিশ্বাসে সুন্নী, মাযহাবে হানাফী এবং তরিকায় ক্বাদেরী। পিতার নাম : মুন্সী আদম আলী মোল্লা। মাতার নাম : মালেকা খাতুন। জন্ম : ২৬ শে ভাদ্র, শনিবার, ১৩৪০ বাংলা। চার বোন ও ছয় ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ।
বংশ পরিচয় ও জন্মস্থান : গ্রাম : আমিয়াপুর, পোঃ পাঠান বাজার, থানা : মতলব উত্তর, জিলা- চাঁদপুর। দিল্লীর প্রখাত বুযুর্গ ফেকাহ্বিদ মুফাচ্ছির এবং বাদশাহ আলমগীরের ছেলের ওস্তাদ হযরত মোল্লা আহমদ জিয়ুন (রহঃ) ছিলেন লেখকের বংশের পূর্বপুরুষ। হযরত মোল্লা আহমদ জিয়ুন (রঃ) রচিত ফেকাহ নীতিশাস্ত্র নূরুল আনওয়ার গ্রন্থখানি দুনিয়াব্যাপী সমাদৃত এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফাযিল
...বিস্তারিত