মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ ৪ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম: মোহসিন আউলিয়া রহ. মাজারে ঈদে মিলাদুন্নবী দ. উপলক্ষ্যে খাবার বিতরণ       সাম্প্রতিক প্রেক্ষাপটে কারবালার চেতনা       সাইয়্যেদুনা উসমান গণী যুন্নুরাঈনঃজীবন-কর্ম-শাহাদাৎ       সুলতান মুহাম্মদ ফাতেহ'র কন্সট্যান্টিনোপল বিজয়াভিজান       যুদ্ধবিরতি হলেও আরো যা যা হয় নাই-       ফিলিস্তিনিদের রাজনৈতিক ঐক্য বিনাশে গাজায় হামলা       আরবদের উপর যায়নবাদীদের নতুন হামলা কেন?      
অটিজম শিশুদের পুষ্টি স্বাস্থ্য নিষ্চিত করতে নার্ক এর সেমিনার ‌‌ডায়েট ফর অটিজম‌‌
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ১০:৪৯ এএম আপডেট: ০৫.০১.২০১৬ ১০:৩৪ এএম |

অটিজম শিশুদের পুষ্টি স্বাস্থ্য নিষ্চিত করতে নার্ক এর সেমিনার ‌‌ডায়েট ফর অটিজম‌‌

অটিজম শিশুদের পুষ্টি স্বাস্থ্য নিষ্চিত করতে নার্ক এর সেমিনার ‌‌ডায়েট ফর অটিজম‌‌

নার্কবার্তা ডেস্ক : অটিজম শিশুদের পুষ্টি স্বাস্থ্য নিশ্চিত করতে নিউট্রিশন অ্যান্ড অটিজম রিসার্চ সেন্টার (নার্ক) ডায়েট ফর অটিজম এনসিওরিং এডিকুয়েট নিউট্রিশন ফর অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডার  শীর্ষক সেমিনারের আয়োজন করে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়ে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

সেমিনারে সভাপতিত্ব করেন নার্কর নির্বাহী পরিচালক তামান্না শারমিন। অটিজম শিশুদের খাদ্য ও পুষ্টি নিয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন নার্কর চেয়ারম্যান মো. আরিফুর রহমান। সেমিনারে মডারেটরের তায়িত্ব পালন করেন পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান প্রফেসর ডা. মুজাহেরুল হক।

প্যানেল আলোচক হিসেবে আলোচনা করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস এর চেয়ারম্যান অধ্যাপক ড. এম আবদুর রহমান, ফ্যাকাল্টি ড. কামাল আহমেদ, বারডেম হাসপাতালের বায়োকেমেস্ট্রি অ্যান্ড সেল বায়োলজির সিনিয়র রিসার্চ অফিসার ড. কামরুন্নাহার। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন নার্কের উপদেষ্টা একেএম মনোয়ার হোসেন আখন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া অটিজম শিশুদের সেবা করার সুযোগকে আল্লাহর বিশেষ রহমত হিসেবে আখ্যায়িত করে তাদের খাটো করে না দেখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

ফজলে রাব্বী মিয়া বলেন, অটিজম শিশুরা অলিম্পিকে স্বর্ণ জয় করে। যেখানে সুস্থ শিশুরা পারে না। অটিজম শিশু মা-বাবার প্রতি আল্লাহর বিশেষ করুণা।
অটিজম শিশুদের পুষ্টি স্বাস্থ্য নিষ্চিত করতে নার্ক এর সেমিনার ‌‌ডায়েট ফর অটিজম‌‌

অটিজম শিশুদের পুষ্টি স্বাস্থ্য নিষ্চিত করতে নার্ক এর সেমিনার ‌‌ডায়েট ফর অটিজম‌‌


তিনি বলেন, অটিজম শিশুদের কল্যাণে কাজ করছে সরকার। আরো বেশি কাজ করতে সরকারকে বাধ্য করতে হবে।

অটিজমের সংখ্যা জরিপ বিষয়ে তিনি বলেন, সরকার এত কিছু নিয়ে জরিপ করতে পারে অটিজম জরিপ কেন করতে পারবে না।

অটিজম সম্পর্কে প্রধানমন্ত্রী কন্যা পুতুলের সাফল্য তুলে ধরে তিনি বলেন, সায়মা ওয়াজেদ পুতুল যোগ্য মায়ের যোগ্য কন্যা। তিনি শুধু বাংলাদেশ নয় বিশ্বের সব অটিজমদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের অটিজমদের বিষয়ে তার সুনজর রয়েছে।

বাংলাদেশে মানবাধিকার নিয়ে যেসব দেশ কথা বলে তাদের উদ্দেশ্য করে ডেপুটি স্পিকার বলেন, আমাদের দেশে বিদেশি মারা গেলে রেড এলার্ট জারি হয়, কিন্তু তাদের দেশে স্কুলে ব্রাশ ফায়ার করলেও কিছু হয় না। তখন তাদের মানবাধিকার কর্মীরা কোথায় থাকে?

প্যানেল আলোচনায় বক্তারা বলেন, খাদ্য বা পুষ্টির সাথে অটিজমের সম্পর্ক রয়েছে কিনা তা গবেষণা করে দেখতে হবে। তবে বাচ্চাকে বুকের দুধ না খাওয়ানো, মায়ের পুষ্টিহীনতা, গর্ভবতী মায়ের চিকিৎসায় অবহেলা, শিশুর খাদ্য পুষ্টিগুণ না হওয়াসহ বেশ কিছু কারণেও বাচ্চা অটিজম হতে পারে।

বাংলাদেশে অটিজম ও অটিজম বাচ্চা হওয়ার কারণ সম্পর্কে জরিপ ও গবেষণা চালানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

তারা বলেন, সুস্থ এবং অটিজম বাচ্চা ও তাদের মাকে নিয়ে গবেষণা করে পরবর্তী পদক্ষেপ নিলে অটিজম বাচ্চা জন্মানো কমে আসবে। অটিজম শিশু চিহ্নিত হওয়ার পর তাদের সাথে পরিবারের সকলকে যত্মবান হওয়ার আহ্বান জানান তারা।

নার্কবার্তা ডটকম/কেএইচ








সর্বশেষ সংবাদ
মোহসিন আউলিয়া রহ. মাজারে ঈদে মিলাদুন্নবী দ. উপলক্ষ্যে খাবার বিতরণ
সাম্প্রতিক প্রেক্ষাপটে কারবালার চেতনা
সাইয়্যেদুনা উসমান গণী যুন্নুরাঈনঃজীবন-কর্ম-শাহাদাৎ
সুলতান মুহাম্মদ ফাতেহ'র কন্সট্যান্টিনোপল বিজয়াভিজান
যুদ্ধবিরতি হলেও আরো যা যা হয় নাই-
ফিলিস্তিনিদের রাজনৈতিক ঐক্য বিনাশে গাজায় হামলা
আরবদের উপর যায়নবাদীদের নতুন হামলা কেন?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অগণিত কারামতের ধারক গাউসুল আ’যম (কলাম -১)
কুরআন-সুন্নাহের আলোকে ঈদে মিলাদুন্নবী ﷺ এঁর স্মরনে স্মরনানুষ্ঠান/উদযাপন/পালন
ইসলামে কাব্য, কবিতা, কাব্য চর্চা : না'তে রাসূল "মীলাদ শরিফ" কবিতার নাম
শা’বান মাস ও শবে বরাতের তাৎপর্য
ঈদে মিলাদুন্নবী ﷺ এঁর পক্ষে ওহাবী গুরু ইবনে তাইমিয়া ওইবনে আব্দুল ওহাব নজদীর  ফতোয়া
১২(বার)-ই রবিউল আউয়াল কি মীলাদুন্নবী ﷺ , না ওফাতুন্নবী ﷺ
দুরুদ শরীফ পাঠের ফজিলত
প্রকাশক ও সম্পাদক :---
"মা নীড়" ১৩২/৩ আহমদবাগ, সবুজবাগ, ঢাকা-১২১৪
ফোন : +৮৮-০২-৭২৭৫১০৭, মোবাইল : ০১৭৩৯-৩৬০৮৬৩, ই-মেইল : [email protected]