মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ৫ চৈত্র ১৪৩০
শিরোনাম: মোহসিন আউলিয়া রহ. মাজারে ঈদে মিলাদুন্নবী দ. উপলক্ষ্যে খাবার বিতরণ       সাম্প্রতিক প্রেক্ষাপটে কারবালার চেতনা       সাইয়্যেদুনা উসমান গণী যুন্নুরাঈনঃজীবন-কর্ম-শাহাদাৎ       সুলতান মুহাম্মদ ফাতেহ'র কন্সট্যান্টিনোপল বিজয়াভিজান       যুদ্ধবিরতি হলেও আরো যা যা হয় নাই-       ফিলিস্তিনিদের রাজনৈতিক ঐক্য বিনাশে গাজায় হামলা       আরবদের উপর যায়নবাদীদের নতুন হামলা কেন?      
দীর্ঘ পাঁচ বছর পর সিরিয়ায় যুদ্ধ বিরতি শুরু
Reuters
প্রকাশ: শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:১১ পিএম আপডেট: ২৯.০২.২০১৬ ৮:১১ পিএম |


                                                                         

দীর্ঘ পাঁচ বছর পর সিরিয়ায় যুদ্ধ বিরতি শুরু

দীর্ঘ পাঁচ বছর পর সিরিয়ায় যুদ্ধ বিরতি শুরু



দীর্ঘ পাঁচ বছর পর এই প্রথম যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় (স্থানীয় সময় রাত ১০টায়) এ যুদ্ধবিরতি শুরু হয়। এদিকে সিরীয় সরকার ও প্রধান বিরোধী জোটের পক্ষ থেকে শনিবার শুরু হওয়া যুদ্ধবিরতি মেনে নেয়ার কথা জানানো হয়েছে।গত সোমবার রাশিয়া এবং যুক্তরাষ্ট্র সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়। কিন্তু তার পরদিনই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিবলেন, 'সিরিয়া সমস্যা সমাধানে রাজনৈতিক প্রক্রিয়া ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের হাতে থাকা 'বি প্ল্যান' কাজে লাগানো হবে। বি প্ল্যান বলতে কেরি সিরিয়ায় সামরিক হামলার কথা বলেছেন।  জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সব পক্ষকেই যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী মেনে চলার আহবান জানিয়েছে।

বেশ কিছুদিন থেকেই যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় শান্তি আনার বিষয়ে আন্তর্জাতিক মহল নানা প্রচেষ্টা চালিয়ে আসছে। এর মধ্যে কিছু প্রক্রিয়া ব্যর্থও হয়। চলতি বছরের শুরুতে জাতিসংঘের উদ্যোগে জেনেভায় শান্তি আলোচনা শুরু হলেও বিরোধী দলগুলোর অভ্যন্তরীণ মতভেদের কারণে কোনো মীমাংসায় পৌঁছানো যায়নি। এবার হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতি বলা হয়েছে, সোমবার সিরিয়া ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। দুই নেতার মধ্যে আলোচনার পর সিরিয়ায় প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে যৌথ বিবৃতি দেয় দেশ দুটি। এতে বলা হয়, প্রস্তাবিত যুদ্ধবিরতি শনিবার দামেস্কের স্থানীয় সময় মধ্যরাতে কার্যকর হবে। চুক্তির প্রতি অঙ্গিকারবদ্ধ পক্ষগুলোর জন্য এ যুদ্ধবিরতি প্রযোজ্য হবে। সশস্ত্র বিরোধী পক্ষগুলোকে ২৬ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে যুদ্ধবিরতিতে তাদের অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। তবে জাতিসংঘের তালিকায় থাকা সন্ত্রাসী সংগঠনগুলো যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত হবে না। তাদের বিরুদ্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত থাকবে।

এদিকে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণার পরই সিরীয় সরকার সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। আগামী ১৩ এপ্রিল এ নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে। দেশটিতে চার বছর পর পর নির্বাচনের বিধান রয়েছে। সর্বশেষ ২০১২ সালে সিরিয়ায় নির্বাচন হয়েছিল। এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নেয়ার কথা জানিয়েছে সিরীয় সরকার। বলা হয়েছে, যুদ্ধবিরতির শর্ত অনুসারে যুদ্ধাভিযান বন্ধ রাখবে সরকার। অন্যদিকে বেসামরিক নাগরিকদের ওপর সরকারি বাহিনীর গুলি ও বিমান হামলা বন্ধের ওপর যুদ্ধবিরতি মেনে নেয়া নির্ভর করছে বলে প্রধান বিরোধী দলগুলোর জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।



   








সর্বশেষ সংবাদ
মোহসিন আউলিয়া রহ. মাজারে ঈদে মিলাদুন্নবী দ. উপলক্ষ্যে খাবার বিতরণ
সাম্প্রতিক প্রেক্ষাপটে কারবালার চেতনা
সাইয়্যেদুনা উসমান গণী যুন্নুরাঈনঃজীবন-কর্ম-শাহাদাৎ
সুলতান মুহাম্মদ ফাতেহ'র কন্সট্যান্টিনোপল বিজয়াভিজান
যুদ্ধবিরতি হলেও আরো যা যা হয় নাই-
ফিলিস্তিনিদের রাজনৈতিক ঐক্য বিনাশে গাজায় হামলা
আরবদের উপর যায়নবাদীদের নতুন হামলা কেন?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অগণিত কারামতের ধারক গাউসুল আ’যম (কলাম -১)
দুরুদ শরীফ পাঠের ফজিলত
ইসলামে কাব্য, কবিতা, কাব্য চর্চা : না'তে রাসূল "মীলাদ শরিফ" কবিতার নাম
শা’বান মাস ও শবে বরাতের তাৎপর্য
লাইলাতুল বরাতের প্রামাণ্যতা ও তাৎপর্য
ঈদে মিলাদুন্নবী ﷺ এঁর পক্ষে ওহাবী গুরু ইবনে তাইমিয়া ওইবনে আব্দুল ওহাব নজদীর  ফতোয়া
"হায়াত মউত কবর হাশর" কিতাব বিতরণ
প্রকাশক ও সম্পাদক :---
"মা নীড়" ১৩২/৩ আহমদবাগ, সবুজবাগ, ঢাকা-১২১৪
ফোন : +৮৮-০২-৭২৭৫১০৭, মোবাইল : ০১৭৩৯-৩৬০৮৬৩, ই-মেইল : [email protected]