শিরোনাম: |
কানযুল ঈমান (কোরআনুল কারীমের তাফসীর)
শাহ্ মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী (রহঃ)
অনুবাদক - আলহাজ্ মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান
|
![]() কানযুল ঈমান (কোরআনুল কারীমের তাফসীর) একারনে , হুযূর মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম-এর মহত্বের পতাকাবাহী ইমামে আহ্লে সুন্নাত দার্শনিক ইমাম আহমেদ রেযা খান (রাহ্মাতুল্লাহি আলায়হি ) যিনি চৌদ্দ শতাদিক গ্রন্থের লিখক এবং যার জীবন ও কর্মের উপর সুদূর আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় হতে শুরু করে এশিয়ার বিখ্যাত সব বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা চলছে , রচিত তরজমা-ই-ক্বোরআন ( কান্যুল ঈমান) ইসলামী বিশ্বের কাছে সর্বোৎকৃষ্ট ‘তরজমা ও তাফসীর’ রূপে সমাদৃত হয়েছে। অনুরূপভাবে, বাংলা ভাষায়ও এ পর্যন্ত ক্বোরআন পাকের যতগুলো তরজমা বা তাফসীর প্রকাশিত হয়েছে তার অধিকাংশি ত্রুটিপূর্ণ। আলহাজ্ মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান সাহেবের “কান্যুল ঈমান” -এর বাংলায় সফল অনুবাদ করে বাংলাভাষী মুসলমানদের জন্য এক মহান নিয়ামত উপস্থাপন করেছেন। সুন্নীবার্তা টিম ক্রমান্বয়ে এই বইয়ের সূরা ভিত্তিক তাফসির উপস্থাপন করবে। তারই প্রেক্ষিতে আজ সূরা ফাতিহা সূরা বাক্বারা , সূরা আল্-ই- ইমরান , সূরা নিসা প্রকাশ করা হলো। - আমীন |