শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শিরোনাম: মোহসিন আউলিয়া রহ. মাজারে ঈদে মিলাদুন্নবী দ. উপলক্ষ্যে খাবার বিতরণ       সাম্প্রতিক প্রেক্ষাপটে কারবালার চেতনা       সাইয়্যেদুনা উসমান গণী যুন্নুরাঈনঃজীবন-কর্ম-শাহাদাৎ       সুলতান মুহাম্মদ ফাতেহ'র কন্সট্যান্টিনোপল বিজয়াভিজান       যুদ্ধবিরতি হলেও আরো যা যা হয় নাই-       ফিলিস্তিনিদের রাজনৈতিক ঐক্য বিনাশে গাজায় হামলা       আরবদের উপর যায়নবাদীদের নতুন হামলা কেন?      
আইএস ওবামা-হিলারির সৃষ্টি : ট্রাম্প
প্রকাশ: মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০১৬, ১২:৪৭ পিএম |

আইএস ওবামা-হিলারির সৃষ্টি : ট্রাম্প

আইএস ওবামা-হিলারির সৃষ্টি : ট্রাম্প

একের পর এক বিতর্কিত মন্তব্য করে শিরোনাম হচ্ছেন রিপাবলিকান দল থেকে মার্কিন প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার মিসিসিপিতে একটি নির্বাচনী বিতর্কে তিনি বলেছেন, বারাক ওবামার প্রশাসনই জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সৃষ্টি করেছে। আর এ কাজে ওবামাকে সহযোগিতা করেছেন তাঁর সাবেক মন্ত্রী হিলারি ক্লিনটন। তেলের জন্য আইএসের মতো সংগঠন যে গঠন করা হতে পারে, সে সম্পর্কে তিনি আগে থেকেই জানতেন বলে দাবি ট্রাম্পের। নিজের অনুমান ক্ষমতা প্রবল বলেও মন্তব্য করেন তিনি।মধ্যপ্রাচ্যে সংকটের জন্য ট্রাম্প ডেমোক্র্যাটদের পাশাপাশি ইরাকে আক্রমণের জন্য প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকেও এক হাত নিয়েছেন। তবে ডেমোক্র্যাট দলের হয়ে মনোনয়ন সম্ভাবনায় এগিয়ে থাকা হিলারি ক্লিনটনের বিরুদ্ধে একটু বেশিই আক্রমণাত্মক ছিলেন তিনি। আইএসের উত্থানের জন্য ওবামা ও হিলারিকে দায়ী করে ট্রাম্প বলেন, ‘তাঁরা ছিলেন কয়েকজন অসাধু ব্যক্তির দল। তাঁরা আইএস তৈরি করেছেন। ওবামার সঙ্গে মিলে হিলারি ক্লিনটন আইএস তৈরি করেছেন। তবে আমি এসব আগে থেকেই জানতাম। শেষ পর্যন্ত আপনাদের দূরদর্শী একজনকে প্রয়োজন হবে।’
যুক্তরা্েরর মিত্র সৌদি আরবের তেহরান দূতাবাসে হামলার জেরে তিনি বলেন, তেহরানে তারা সৌদি দূতাবাসে হামলা চালাচ্ছে। ইরান সৌদি আরবের দখল নিতে চায়, তারা সবসময় এটা চেয়েছে। তারা তেল চায় এবং সবসময় এটা চেয়েছে। আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশীদের তালিকার শীর্ষে আছেন হিলারি ক্লিনটন। কয়েক দিন ধরেই নানাভাবে হিলারির সমালোচনা করে বক্তব্য দিচ্ছেন ট্রাম্প।বিভিন্ন মন্তব্যের জন্য বেশ আলোচিতও ট্রাম্প। আর এসবের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন হিলারি ক্লিনটন। বিশেষ করে নির্বাচিত হলে যুক্তরা্ের মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করবেন এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন হিলারি। এসব কারণে এখন হিলারিকে ক্ষমা চাইতে বলেছেন ট্রাম্প। তবে হিলারির নির্বাচনী প্রচার কমিটি বলছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না।নির্বাচনী সমাবেশে হিলারির স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে নিয়ে মন্তব্য করতেও ছাড়েননি ট্রাম্প। মনিকা লিউনস্কির সঙ্গে ক্লিনটনের যৌন সম্পর্কসহ বিল ক্লিনটনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ ছিল বলে উল্লেখ করেন তিনি।সমাবেশে  ট্রাম্প বলেন, পরর্রামন্ত্রী থাকাকালে হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল ব্যবস্থা ফাঁস হয়ে যায়। এ জন্য তাঁর (হিলারি) সাজা হওয়া উচিত।‘যা তিনি করেছেন, তাঁর জন্য এখন হিলারির কারাগারে থাকা উচিত’, যোগ করেন ট্রাম্প।








সর্বশেষ সংবাদ
মোহসিন আউলিয়া রহ. মাজারে ঈদে মিলাদুন্নবী দ. উপলক্ষ্যে খাবার বিতরণ
সাম্প্রতিক প্রেক্ষাপটে কারবালার চেতনা
সাইয়্যেদুনা উসমান গণী যুন্নুরাঈনঃজীবন-কর্ম-শাহাদাৎ
সুলতান মুহাম্মদ ফাতেহ'র কন্সট্যান্টিনোপল বিজয়াভিজান
যুদ্ধবিরতি হলেও আরো যা যা হয় নাই-
ফিলিস্তিনিদের রাজনৈতিক ঐক্য বিনাশে গাজায় হামলা
আরবদের উপর যায়নবাদীদের নতুন হামলা কেন?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অগণিত কারামতের ধারক গাউসুল আ’যম (কলাম -১)
ইসলামে কাব্য, কবিতা, কাব্য চর্চা : না'তে রাসূল "মীলাদ শরিফ" কবিতার নাম
শা’বান মাস ও শবে বরাতের তাৎপর্য
দুরুদ শরীফ পাঠের ফজিলত
ঈদে মিলাদুন্নবী ﷺ এঁর পক্ষে ওহাবী গুরু ইবনে তাইমিয়া ওইবনে আব্দুল ওহাব নজদীর  ফতোয়া
কুরআন-সুন্নাহের আলোকে ঈদে মিলাদুন্নবী ﷺ এঁর স্মরনে স্মরনানুষ্ঠান/উদযাপন/পালন
লাইলাতুল বরাতের প্রামাণ্যতা ও তাৎপর্য
প্রকাশক ও সম্পাদক :---
"মা নীড়" ১৩২/৩ আহমদবাগ, সবুজবাগ, ঢাকা-১২১৪
ফোন : +৮৮-০২-৭২৭৫১০৭, মোবাইল : ০১৭৩৯-৩৬০৮৬৩, ই-মেইল : [email protected]