পাঠানকোটে জঙ্গি হামলার পরদিনই বোমাতঙ্কে বিপর্যস্ত দিল্লি-উত্তরপ্রদেশ ট্রেন চলাচল। মুম্বাই এটিএস এর তরফে রেল বোর্ডের কাছে রবিবার ভোররাতে একটি চিঠি আসে। তাতে একটি হুমকি ই-মেলের প্রসঙ্গ টেনে রেলবোর্ডকে সতর্ক করা হয়।রোববার ভোরে দিল্লি পুলিশের ওই খবরে গাজিয়াবাদ রেলওয়ে স্টেশনে শতাব্দি এক্সপ্রেস ট্রেনটিকে থামিয়ে খালি করে ফেলে নিরাপত্তা বাহিনী। ভারতীয় রেলওয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা নিরজ শর্মা বলেন, ভোর সাড়ে ৬টায় দিল্লি পুলিশের কাছ থেকে বোমার খবরটি পাই। এরপর গাজিয়াবাদ রেলওয়ে স্টেশনে ট্রেনটিতে তল্লাশি চালানো হয়, কিন্তু কিছুই পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশের ডেপুটি কমিশনার মিলিন্দ মাহাদেও বলেন, আমরা বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড মোতায়েন করেছি এবং সাধারণ তল্লাশিতে জোর দিয়েছি, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। এরই মধ্যে নয়াদিল্লি স্টেশনে উড়ো ফোনে খবর আসে, দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসে বোমা রাখা রয়েছে। সঙ্গে সঙ্গে গাজিয়াবাদ স্টেশনে থামিয়ে দেওয়া হয় ট্রেনটি।খালি করা হয় ট্রেনের প্রতিটি কামরা। প্রায় দেড় ঘণ্টা তল্লাশির পর শতাব্দী এক্সপ্রেসকে গাজিয়াবাদ ছাড়ার অনুমতি দেওয়া হয়। পাঞ্জাবের পাঠানকোট টাউনে শনিবার বিমান বাহিনীর একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর থেকে ভারতীয় রাজধানী নয়াদিল্লি উচ্চ নিরাপত্তা সতর্কাবস্থায় রয়েছে।