পাঠানকোটে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে জঙ্গি হামলার সমালোচনা করেছে পাকিস্তান। ভারতের পাঠানকোট বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ প্রস্তাব দেয়া হয়েছে। এতে বলা হয়, সন্ত্রাসবাদ নির্মূলে ভারতসহ এ অঞ্চলের অন্য যেকোনো দেশের অংশীদার হওয়ার জন্য পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। এ হামলার সঙ্গে পাকিস্তানের যোগসাজশ আছে বলে যখন ভারতের নানা মহল থেকে সন্দেহ প্রকাশ করা হচ্ছে তখন এ বিবৃতি দিল পাক পররাষ্ট্র মন্ত্রণালয়।শনিবার পাকিস্তান সীমান্তবর্তী ভারতীয় বিমানবাহিনীর ঘাটিতে জঙ্গি হামলা হয়। এই ঘটনায় পাঁচ জঙ্গিসহ আট জন নিহত হওয়ার কথা জানা গেছে এখন পর্যন্ত। পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চলাকালে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজু করেছিলেন, সীমান্তের অপর পার থেকে কেউ কেউ এ হামলার আয়োজন করেছে বলে ভারতের কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে। ভারতীয় গণমাধ্যম দাবি করেছে এই হামলা চালিয়েছে পাকিস্তান ভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ এ মোহাম্মদ। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কিরণ রিজিজু সরাসরি না বললেও পাকিস্তানের দিকে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, আমাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে যে এই আক্রমণ সীমান্তের ওপার থেকে কিছু সহায়তা পেয়েছে। তবে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে ভারসামপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি হামলাকারীদের মানবতার শত্রু হিসেবে অভিহিত করে বলেছেন, তারা ভারতের অগ্রগতি রোধ করতে পারবে না।