ঢাকা: ভারতের গুজরাট রাজ্যে শুক্রবার একটি যাত্রী বোঝাই বাস ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেলে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে এটিই সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।
শুক্রবার রাজ্যের প্রধান শহর আহমদাবাদ থেকে ২৮৫ কিলোমিটার দূরের নভসারি জেলায় ওই দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে সবমিলিয়ে ৬৫ জন যাত্রী ছিল। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
স্থানীয় ইংরেজি দৈনিক ‘ইন্ডিয়ান একসপ্রেস’ বলছে, যাত্রীবাহী বাসটি নভসারি থেকে উকাই যাচ্ছিল। পথে পূর্ণা নদীর ওপর ব্রিজ পার হওয়ার সময় এর রেলিংয়ের গায়ে ধাক্কা খেয়ে ২০ ফুট নিচে পড়ে যায়। এতে ৩৯ যাত্রী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো ২৪ জন। তাদেরকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ, হাসপাতাল ও দমকল বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা। শুরু হয় উদ্ধার তৎপরতা।
এ ঘটনায় নিহতদের প্রতি পরিবারের জন্য ৪ লাখ রুপি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে গুজরাট সরকার।