সুন্নীবার্তা ডেস্ক
প্রকাশ : ২০১৬-১২-১৩ সময় : ১৮:০৭,
সর্বশেষ আপডেট : ২০১৬-১২-১৩ সময় : ১৮:১৫
প্রায় ৫০ লক্ষ মানুষের সমাগমে সর্ববৃহৎ পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। এশিয়ার বিখ্যাত প্রতিষ্ঠান চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার ময়দান থেকে আওলাদে রাসূল গাউছে যামান হযরত সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মাঃ জিঃ আঃ) হুজুরের নেতৃত্বে পবিত্র জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত হয়।ভোর থেকেই লাখ লাখ মানুষের পদচারনায় মুখর হয়ে থাকে চট্টগ্রাম শহরের বিভিন্ন রাস্তাঘাট। বেলাবাডার সাথে সাথে পুরো চট্টগ্রাম শহরের রাস্তা-ঘাট পরিনত হয় জনসমুদ্রে।
এছাড়াও রাজধানী ঢাকায় সকালে মাইজভান্ডার শরীফের আয়োজনে এক বিশাল জশ্নে জুলুছ বের হয় । এতে প্রধান অতিথি থাকেন মাইজভান্ডার দরবার শরীফের পীর হযরত মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারী। এছারাও জুলুছের আগে এক মাহফিলের আয়োজন করে মাইজভান্ডার শরীফ। এত এতে বিশেষ অতিথি থাকেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।